জাপানে কুমিল্লা সোসাইটির ঈদ পুনর্মিলনী

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাপানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে 'কুমিল্লা সোসাইটি জাপান'। ৭ জুলাই রোববার রাজধানীর কিতা সিটি আকাবানে সাংস্কৃতিক কেন্দ্রে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হলেও মূলত কুমিল্লা সোসাইটি জাপানের নবনির্বাচিত পর্ষদ এর সভাপতি শাহীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আলতাফ কাশেমের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সব সদস্যদের পরিচিত করিয়ে দেওয়া হয়।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিন জাপানে জাতীয়ভাবে এলাকাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, টোকিও মেট্রোপলিটান গভর্নর নির্বাচন, উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের 'রনলা' (রবীন্দ্রনাথ, নজরুল, লালন) সন্ধ্যার আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি শাহীন চৌধুরী আগামী দুই বছর পথ চলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করে সংগঠনকে গতিশীল করে দেশ এবং জাপানে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি জানান।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago