এ সময়ের চিঠির খবর নিয়ে মম

Momo
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: দ্য ডেইলি স্টার

এ সময়ের প্রযুক্তির কাছে পত্রমিতালী এখন অতীতের বিষয়। বিলুপ্তপ্রায় সেই চিঠির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে “পেন ফ্রেন্ড” নাটকটি।

মিজানুর রহমান বেলাল এর রচনায় “পেনফ্রেন্ড” নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সাহেল সুমন। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নিলয়, তমাল, শহিদুল্লাহ সবুজ, কাজী উজ্জ্বল, স্বপ্না শেখ, শাওন প্রমুখ।

নাটকটি আজ (১৯ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

মুঠোফোন আর ইন্টারনেটের যুগে চিঠির ব্যবহার নেই বললেই চলে। এই যান্ত্রিক জীবনের মধ্যে ফেলে আসা সুন্দর অতীত চর্চার গল্প রয়েছে এই নাটকটিতে। সেই সঙ্গে উড়োচিঠির প্রতি অবাধ বিশ্বাস রেখে একটি ভালোবাসার সন্ধানও পাওয়া যাবে এর গল্পে।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire for power, intolerance for dissent, and failure to see the writing on the wall undid Hasina's iron-fisted rule

11h ago