ঢাকায় ৫ দিনব্যাপী ‘বিমসটেক’ চলচ্চিত্র উৎসব

আগামী ২২ জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রথম “বিমসটেক চলচ্চিত্র উৎসব”। পাঁচদিনব্যাপী এই উৎসবে ‘বিমসটেক’-এর সদস্য সাতটি দেশের মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
Anil Bagchir Ekdin
“অনিল বাগচীর একদিন” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী ২২ জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রথম “বিমসটেক চলচ্চিত্র উৎসব”। পাঁচদিনব্যাপী এই উৎসবে ‘বিমসটেক’-এর সদস্য সাতটি দেশের মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট “বিমসটেক”-এর ২০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে, রেইনবো চলচ্চিত্র সংসদের সহযোগিতায় ঢাকায় অবস্থিত বিমসটেক সচিবালয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে।

উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র – “অনিল বাগচীর একদিন”, “আয়নাবাজি”, “বাপজানের বায়োস্কোপ” এবং “অজ্ঞাতনামা” প্রদর্শিত হবে। এছাড়াও, ভারতের চারটি, মিয়ানমার, নেপাল ও থাইল্যান্ডের দুটি করে এবং শ্রীলঙ্কার ও ভুটানের একটি করে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট ৩টি করে ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

২২ জুলাই সকাল ১১টায় রাজধানীর গুলশানে “বিমসটেক” সচিবালয়ে উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে সভাপতিত্ব করবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমিত নাকানদালা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর “অনিল বাগচীর একদিন” ছবিটি প্রদর্শিত হবে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

2h ago