দেশভাগ নিয়ে ঢাকায় সুপ্রিয় সেনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

Documentary
“আওয়ার গ্র্যান্ডপেরেন্টস হোম” প্রামাণ্যচিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের বিখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেন ঢাকা আসছেন। তাঁকে নিয়ে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ আয়োজন করতে যাচ্ছে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রবন্ধ পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠান।

পর্ষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশভাগ নিয়ে সুপ্রিয় সেন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন যেগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে “আবার আসিব ফিরে” (২০০৩), “হোপ ডাইস লাস্ট ইন ওয়ার” (২০০৭) এবং “ওয়াগা” (২০০৯)।

দেশভাগ নিয়ে এবার তিনি নির্মাণ করেছেন “আওয়ার গ্র্যান্ডপেরেন্টস হোম” (২০১৭)। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে সদ্য সমাপ্ত এই প্রামাণ্যচিত্রটি বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে। এ সময় নির্মাতা উপস্থিত থাকবেন।

সেই সঙ্গে “ভারতীয় প্রামাণ্যচিত্রের সাম্প্রতিক প্রবণতা” বিষয়ে নির্মাতা সুপ্রিয় সেন একটি প্রবন্ধ পাঠ করবেন। প্রামাণ্যচিত্রটি প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নির্মাতা সরাসরি অংশ নেবেন।

অনুষ্ঠানটি আগামী ৬ মে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে (নীচতলা) অনুষ্ঠিত হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

পরিচালক সুপ্রিয় সেন

সুপ্রিয় সেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা। ১৯৯৬ সালে তিনি প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র বিশ্বের প্রধান প্রধান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছে। প্রামাণ্যচিত্র নির্মাণ করে তিনি এখন পর্যন্ত ৩৬টির বেশী জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দেশভাগ তাঁর প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান উপজীব্য। তাঁর নির্মিত “আবার আসিব ফিরে” ভারতের প্রথম প্রামাণ্যচিত্র যেটি বাণিজ্যিকভাবে মুক্তি পায়।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

2h ago