শাকিব খানের ভাগ্য নির্ধারণ আজ

Shakib Khan
অভিনেতা শাকিব খান। ছবি: দ্য ডেইলি স্টার

বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত চিত্রনায়ক শাকিব খান। কয়েকদিন আগে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছিলো শাকিব খানের কাছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তাঁকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানায় পরিচালক সমিতি।

সেই বিষয়টা নিয়ে আজ বিএফডিসির পরিচালক সমিতিতে বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতিসহ অন্যান্য সমিতি।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

আজ বিকেলে সেখানেই নির্ধারণ করা হবে শাকিব খানের ভাগ্য। পরিচালক ও শিল্পীদের “বেকার” বলা নিয়ে উকিল নোটিশ পাওয়া - সবকিছুই উঠে আসবে সংবাদ সম্মেলনে।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি পাবনাতে ‘রংবাজ’ সিনেমার শুটিং করছি। আমার বিরুদ্ধে যা হচ্ছে সেটার প্রতিবাদ কিন্তু হচ্ছে। খারাপ হচ্ছে বলেই কিন্তু অনেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করছেন। আমি এমন কী অন্যায় করেছি! এইসব নিয়ে ভাবি না, কাজ করে যেতে চাই।”

Comments

The Daily Star  | English

What does Trump 2.0 mean for businesses in Bangladesh?

For local business communities, Donald Trump’s victory in the presidential race has been shorthand for the expectation that Western apparel orders and some foreign investments would shift to Bangladesh, with global fashion powerhouse China possibly facing higher import tariffs from the US.

13h ago