এবার ‘উধাও’ নিয়ে চিরকুট
চলতি মাসেই শোনা যাবে চিরকুট ব্যান্ডের নতুন গান। মোবাইল অ্যাপ ইয়োন্ডার মিউজিকে একসঙ্গে শুনতে পাওয়া যাবে ছয়টি গান।
চিরকুটের তৃতীয় অ্যালবাম “উধাও” কিছুদিন পর পাওয়া যাবে সিডি হিসেবে।
“উধাও” অ্যালবাম নিয়ে দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এক বছর সময় নিয়ে অ্যালবামের গানগুলো করেছি। গানগুলো হলো ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’ এবং ‘কাঁটাতার’।”
“এগুলোর মধ্যে ‘টিভি’ গানটি যৌথভাবে লিখেছি সাইফুল আকবর খানের সঙ্গে। প্রেম-ভালোবাসা, মনুষ্যত্ব, পাখি, সবুজ বন – যা কিছু সুন্দর এর সবই উধাও হয়ে যাচ্ছে দিন দিন। মানুষের ভেতরে অস্থিরতা এবং মানুষের মাঝে দূরত্ব বাড়ছে। এই বেদনাবোধ নিয়েই ‘উধাও’ গানটি করা হয়েছে।”
গানের সুর এবং কণ্ঠ তাঁর বলেও জানান শারমীন সুলতানা সুমি।
এছাড়াও, “ডুব” এবং “ভয়ংকর সুন্দর” সিনেমায় রয়েছে চিরকুট ব্যান্ডের গান। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন ড্রামসে পাভেল আরীন, গিটার-বাঞ্জো-মান্ডোলিনে ইমন চৌধুরী, কিবোর্ডে জাহিদ নিরব এবং বেজ-এ দিদার হাসান।
Comments