ভক্তদের জন্য নিকি মিনাজের টিউশন ফি

ভক্তদের কলেজের টিউশন ফি দিচ্ছেন মার্কিন সংগীতশিল্পী নিকি মিনাজ। কেউ যদি ক্লাসে টপ গ্রেড অর্জন করতে পারেন তাহলেই মিলবে এই আর্থিক সহযোগিতা।
Nicki Minaj
সংগীতশিল্পী নিকি মিনাজ। ছবি: সংগৃহীত

ভক্তদের কলেজের টিউশন ফি দিচ্ছেন মার্কিন সংগীতশিল্পী নিকি মিনাজ। কেউ যদি ক্লাসে টপ গ্রেড অর্জন করতে পারেন তাহলেই মিলবে এই আর্থিক সহযোগিতা।

৩৪ বছর বয়সী এই মেগাস্টার এই খাতে বরাদ্দ রেখেছেন ৩০,০০০ ডলারেরও বেশি, খবর কন্টাক্টমিউজিকডটকমের।

সম্প্রতি, ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী নিকির কাছে জানতে চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্রে কোন শিক্ষার্থী যদি নিজের পড়াশোনার খরচ মেটাতে না পারেন তাহলে তিনি তাঁদেরকে সহযোগিতা করবেন কী না। উত্তরে মিনাজ বলেন, “পরীক্ষায় ‘এ’ পেতে হবে। আমি স্কুলে যোগাযোগ করে সেই ফলাফল যাচাই করবো। তারপর টাকা দিব।”

এছাড়াও, অপর একটি ঘোষণায় নিকি বলেন, তিনি একটি প্রতিযোগিতার ব্যবস্থা করবেন। আর সেই প্রতিযোগিতার বিজয়ীকে পুরষ্কার হিসেবে লাস ভেগাসে এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাঁর সঙ্গে যোগ দেওয়ার জন্য উড়োজাহাজের টিকিট দিবেন, সেই বিজয়ী পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন।

Comments