‘ভূমিপুত্র’ নিয়ে প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ এবারের ঈদে হাজির হচ্ছেন তাঁর নতুন আয়োজন “ভূমিপুত্র” নিয়ে। কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন তাহসান, তপু, মিনারসহ সাতজন।
ঠিক চাঁদরাতে প্রকাশিত হবে জি-সিরিজের এই অ্যালবামটি।
বিষয়ভিত্তিক ছয়টি গান থাকছে অ্যালবামটিতে। গানগুলোর শিরোনাম হলো: “ছেলেটি সত্যজিৎ হতে এসেছিল”, “মটরশুঁটি মাঠে”, “ভূমিপুত্র”, “বাড়ি ফেরার তাড়া”, “উত্তরায়ণ”, “আয়লানের আড়ি” ও “দাশখত”।
প্রিন্স মাহমুদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানগুলো অন্য যে কোনও অ্যালবামের চেয়ে বেশি গীতিকবিতা নির্ভর। চেষ্টা করেছি প্রতিটি গানে এক একটি বিষয় তুলে আনতে। হয়তো শ্রোতাদের ভালো লাগবে।”
তিনি আরও জানান, “অ্যাকোস্টিক ইন্সট্রুমেন্ট ব্যবহার করেছি সব গানেই। সব নতুন গানে কিন্তু কিছুটা অতীতের মতো উপস্থাপনা রয়েছে। সুর আর কথায়ও শ্রোতাদের ভাবনার একটা জায়গা থাকবে।”
গত কয়েক বছরে প্রিন্স মাহমুদের কথা-সুরে “নির্বাচিতা”, “অপরাজিতা”, “নিমন্ত্রণ”, “কেয়া পাতার নৌকো” ও “খেয়াল পোকা” অ্যালবামগুলো প্রশংসিত হয়েছে।
Comments