অভিনেত্রী মৌসুমীর পদত্যাগ

Moushumi
অভিনেত্রী মৌসুমী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে চিঠিতে জানিয়েছেন। তবে ব্যক্তিগত কারণটি কি এই বিষয়ে মুখ খোলেননি “কেয়ামত থেকে কেয়ামত”-খ্যাত এই অভিনেত্রী।

Moushimi resign letter

গতকাল (৩ জুলাই) তিনি যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা গ্রহণ করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ৩৪৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে।

পদত্যাগপত্রে মৌসুমী লিখেছেন, “আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।”

এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে মৌসুমী ম্যাডাম শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি। নতুন কমিটির কোনো সভা ও কার্যক্রমেও তিনি আসেননি। অবশেষে, গতকাল (৩ জুলাই) তাঁর লিখিত অব্যাহতিপত্র আমরা হাতে পেয়েছি। এ ব্যাপারে কমিটির আগামীর সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

Comments

The Daily Star  | English

Rising gas prices threaten our investment prospects

The previous government not only turned the country into a net importer of energy, but also initiated a process to make it an import-dependent.

7h ago