আজ রাতে লন্ডন যাচ্ছেন শাকিব খান
আজ রাতে লন্ডন যাচ্ছেন শাকিব খান। যৌথ প্রযোজিত “চালবাজ” সিনেমার শুটিংয়ের জন্য তাঁর এই যাত্রা। আগামী ২১ জুন থেকে শুরু হবে পরিচালক জয়দ্বীপ মুর্খাজীর এই সিনেমার শুটিং।
ছবিতে ঢালিউডের কিং খানের বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।
গতকাল দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এবার ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর মধ্যে দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে যৌথ প্রযোজিত সিনেমা “নবাব”। এ ছবিতেও তাঁর বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী।
অন্য দুটি সিনেমা হলো বুলবুল বিশ্বাস পরিচালিত “রাজনীতি”। এখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অপরটি, আব্দুল মান্নান পরিচালিত “রংবাজ”। এ সিনেমায় রয়েছেন বুবলি।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গতবছর ‘শিকারি’ ছবির সফলতার পর অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এবার ‘নবাব’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছি। ছবির গান-টিজার দেখে সব শ্রেণির মানুষ মুগ্ধ। আমার বিশ্বাস ‘নবাব’ মাতিয়ে দেবে এবার ঈদ।”
অন্য এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “যৌথ প্রযোজিত সিনেমার অনিয়মের বিরুদ্ধে আমিও রয়েছি। ‘নবাব’ সিনেমাটিতে সবকিছু মেনেই কাজ করেছি। এখানে বাংলাদেশকে উপস্থাপন করেছি আমি। আমার নামের শেষে অথবা যারা ‘নবাব’ সিনেমায় অভিনয় করেছেন তাঁদের নামের শেষে বাংলাদেশ লেখা রয়েছে। এটা অনেক গর্বের।”
Comments