লাঞ্ছিত হল মালিক

‘ওরা আমাকে দালাল বলে গালি দিচ্ছিলো’

Naoshad
২১ জুন দুপুরে চলচ্চিত্র ঐক্যজোটের কর্মীদের হাতে লাঞ্ছিত হোন মধুমিতা হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। ছবি: সংগৃহীত

যৌথ প্রযোজনায় অনিয়মের অভিযোগে অভিযুক্ত “নবাব” এবং “বস টু” সিনেমার মুক্তির বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের ব্যানারে আন্দোলনে নেমেছেন পরিচালক, শিল্পী, ও কলা-কুশলীরা।

আজ দুপুর ১টার দিকে ১৬টি সংগঠনের নেতা-কর্মীরা সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেন্সর বোর্ড ঘেরাও করে রেখেছিলেন। ঘেরাও চলাকালে সেখানে হাতাহাতিতে লাঞ্ছিত হোন হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

যৌথ প্রযোজিত সিনেমা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে এর বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের নেতা-কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন কর্মী উত্তেজিত হয়ে নওশাদকে লাঞ্ছিত করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় নওশাদের পাঞ্জাবি ছিঁড়ে যায় বলে তাঁরা উল্লেখ করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে সেন্সর বোর্ড অফিসে নিয়ে যান।

আন্দোলনকারী কয়েকজন কর্মীর মতে, যৌথ প্রযোজনায় তৈরি “বস টু” ও “নবাব”-এর পক্ষ নেওয়ার কারণে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।

ইফতেখার উদ্দিন নওশাদ মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ভাবতেও পারিনি কেউ আমার উপর হাত তুলতে পারে। আমরা তর্কাতর্কি করছিলাম। ওরা আমাকে দালাল বলে গালি দিচ্ছিলো। আমি সেই কথার  প্রতিবাদ করছিলাম। হঠাৎ করেই কয়েকজন লোক আমাকে আক্রমণ করে বসে। আমি এ লাঞ্ছনার বিচার চাই।”

উল্লেখ্য, সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে রয়েছেন অভিনেতা মিশা সওদাগর, রিয়াজ, সাইমন, পরিচালক বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago