ছেলের জন্মদিনে কী করছেন শাকিব খান?
ঢালিউডের স্বনামধন্য অভিনয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মবার্ষিকী আজ (২৭ সেপ্টেম্বর)। দিনটিকে স্মরণীয় করে রাখতে অপু বিশ্বাস করেছেন জমকালো আয়োজন। সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে সেই জন্মদিনের অনুষ্ঠান।
জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস তাঁর ছেলের জন্য সোনার মুকুট বানিয়েছেন। সেটিই তাঁর বিশেষ উপহার।
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার সন্তান জয়ের বয়স মাত্র এক বছর হলো। তাঁর মাপের শেরওয়ানি আমাদের দেশের কোথাও খুঁজে পাইনি। পরিচিত একজনের মাধ্যমে কাতার থেকে সেটি আনিয়েছি। আমার চোখের মনি হলো জয়। আমার জীবনের সব পূর্ণতা তাকে ঘিরে।”
জন্মদিনের জমকালো আয়োজনে জয়ের পিতা শাকিব খান থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে অপু বলেন, “তাঁর সন্তানের প্রথম জন্মদিন তাঁর তো থাকা উচিত। হয়তো দেখা যাবে চমক নিয়ে হাজির হয়ে যাবেন শাকিব।”
তবে ছেলের জন্মদিনে আজ কোন শুটিং রাখেননি শাকিব খান। তিনি এতিমখানায় বাচ্চাদের খাবার পরিবেশন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাম খান জয়ের জন্ম হয়। এ বছর এপ্রিলে অপু এই গোপন বিয়ের বিষয়টি একটি চ্যানেলের লাইভে এসে প্রকাশ করেন।
Comments