ট্রেইলার: কি রয়েছে ফারুকীর ‘ডুব’-এ?
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত “ডুব” চলচ্চিত্রের ট্রেইলার।
প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে “ডুব” এর দুই মিনিট ৫২ সেকেন্ডের অফিসিয়াল ট্রেইলারটি প্রকাশিত হওয়ার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি পাঁচ লাখ ১২ হাজারের বেশি ভিউ পেয়েছে।
চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি বহুল আলোচিত “ডুব” ছবিটিকে অনেক চড়াই-উৎরাই এর ভেতর দিয়ে আসতে হয়েছে।
ছবিটির গল্পের সার-সংক্ষেপে বলা হয়, সাবেরি এবং নিতু একই সঙ্গে বড় হতে থাকে। কিন্তু, ভালোবাসা, আবেগ, লজ্জা ও সংস্কারের টানে তারা একসময় জড়িয়ে যায় সংঘাতে। তবে, সবশেষে এটি একটি প্রেমের ছবি হয়ে উঠে।
এর সঙ্গে আরও যোগ করা হয়েছে ছবিটি সম্পর্কে বিখ্যাত বিনোদন ম্যাগাজিন “ভ্যারাইটি” এবং “দ্য হলিউড রিপোর্টার” এর পর্যালোচনাগুলোও।
এছাড়াও বয়েছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “ডুব” ছবিটির ইন্ডিপেনডেন্ট জুরি অ্যাওয়ার্ড লাভ করার খবরও।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত “ডুব” মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র।
জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি “ডুব” ছবিটি প্রযোজনা করেছে ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ।
Comments