প্রথম বিয়ে বার্ষিকী শাকিব অপুর?

Shakib Khan
শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়। ছবি: সংগৃহীত

এরই মাঝে কেটে গেছে নয়টি বছর। এবার শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে ১০ বছরে পড়লো। তাঁদের বিয়ের খবর প্রকাশ হবার পর এটা ‘প্রথম’ বিবাহবার্ষিকী।

গত ১০ এপ্রিল মিডিয়ার সামনে ছেলে আব্রাহাম খান জয়সহ হাজির হোন অপু বিশ্বাস। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে তাঁর দাম্পত্য জীবনের কথা প্রথম প্রকাশ করেন তিনি। পরবর্তীতে স্ত্রী-সন্তানের কথা স্বীকার করে নেন শাকিব খান।

২০০৮ সালের ১৮ এপ্রিল বাংলাদেশের কিং খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। ডিপজলের প্রযোজনায় ‘কোটি টাকার কাবিন’ ছবি থেকেই শাকিব ও অপুর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর, একসঙ্গে করেন ‘চাচ্চু’ ছবির শুটিং।

ততদিনে তাঁদের ভালোবাসার সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে। জুটি হয়ে দুজনে ৭২টি ছবিতে অভিনয় করেছেন। এই জুটির বেশিরভাগ ছবিই ব্যবসা সফল। তাপসী ঠাকুর প্রযোজিত ‘মনে প্রাণে আছো তুমি’ ছবির শুটিং চলাকালে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। তাঁদের অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তির অপেক্ষায়  রয়েছে।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি রংবাজ ছবির শুটিং করছি পাবনায়। ভিডিও কলে দেখছি আমার সন্তান জয়কে। সিনেমার কারণে কতো কিছু করা হয়নি এক জীবনে। অনেক ছাড় দিতে হয়। এতো মানুষের ভালোবাসা তো উপেক্ষা করতে পারিনা। তাদের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাচ্ছি। ভালোবাসা আছে, থাকবে সবার জন্য। আরও ভালোবাসা পেতে চাই মানুষের।”

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago