বাংলাদেশের ছবিতে প্রিয়াংকার অভিষেক
নিরবের সঙ্গে অভিনয় করছেন কলকাতার ‘রাজকাহিনী’-খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁকে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় দেখা যাবে।
রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রটির শুটিং কলকাতায় শুরু হবে আগামী ৪ মার্চ।
প্রিয়াঙ্কা সরকার দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “জানুয়ারির প্রথম সপ্তাহেই ‘হৃদয় জুড়ে’ ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। ছবির গল্প আমার কাছে দারুণ লেগেছে। এছাড়াও, বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমার দুর্বলতা রয়েছে। সে কারণেই কাজটি করতে যাচ্ছি।”
নিরব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মৌলিক গল্প-নির্ভর একটি ছবি ‘হৃদয় জুড়ে’। ভালোবাসার নানা বিষয় দেখা যাবে ছবিটিতে। প্রিয়াংকা সরকার সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে ‘শেষ চ্যাম্প’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন।”
Comments