‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’-এর বিচারক মোনালিসা

Mozeza Ashraf Monalisa
মডেল-অভিনেত্রী মোনালিসা। ছবি: সংগৃহীত

“মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড”-এর বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মডেল-অভিনেত্রী মোনালিসা। বাংলাদেশের কোনো তারকার জন্য এমন আমন্ত্রণ এটিই প্রথম বলে তিনি মন্তব্য করেন।

গতকাল (৫ অক্টোবর) নিজের জন্মদিনের দিন মোনালিসা ফেসবুকের মাধ্যমে এ খবরটি জানান।

তিনি লিখেন, “মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড” এর আন্তর্জাতিক তারকা বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি, যা বাংলাদেশের কোনো তারকার জন্য প্রথম। তাই তিনি ভীষণ আনন্দিত। সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।

আজ (৬ অক্টোবর) আমেরিকার নিউ জার্সির রয়েল আলবার্টস প্যালেসের দ্য প্লাজায় অনুষ্ঠিত হবে “মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড” অনুষ্ঠান। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

মোনালিসা এখন আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন তিনি। আগামী জানুয়ারিতে আবার বাংলাদেশে আসার কথা রয়েছে মোনালিসার।

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Jagannath Oikyo has declared the university indefinitely closed

11m ago