‘রাজনীতি’র গান নিয়ে এলেন অপু বিশ্বাস
শাকিব খান ও অপু বিশ্বাস জুটির নতুন ছবি “রাজনীতি” মুক্তি পাচ্ছে ঈদে। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি দিয়েই এক বছরেরও বেশি সময় পরে পর্দায় দেখা যাবে এই জুটিকে।
এরই মধ্যে আলোচনায় রয়েছে “রাজনীতি” ছবির প্রথম টিজারটি।
অপু বিশ্বাস ছবিটির প্রচারের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রথম থেকেই। সেই প্রচারণার লক্ষ্যেই ছবিটির মুক্তিকে সামনে রেখে গতকাল ইউটিউবে প্রকাশ করা হয় “ও আকাশ বলে দে না রে” শিরোনামের একটি গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।
কবির বকুলের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও শাফায়েত, কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল আর এতে ঠোঁট মিলিয়েছেন অপু বিশ্বাস।
শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।
অ্যারো মোশন আর্টসের ব্যানারে “রাজনীতি” প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।
Comments