৫১-তে তৌকীর

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের আজ জন্মদিন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েই এ দিনটি পার করতে তিনি পছন্দ করেন। বাইরের সব কাজ তাই এই দিনে তার কর্মতালিকার বাইরেই থাকে। আজকের দিনটিও তার কাটছে সব আত্মীয়-পরিজন নিয়েই।
এই নির্মাতা তার নতুন সিনেমা ‘হালদা’র শ্যুটিং শেষ করে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন টেকনিক্যাল কাজ শেষ করতে। সিনেমার বিষয় নিয়ে জানতে চাইলে তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাতে কলকাতা যেতে হচ্ছে হালদা সিনেমার কিছু টেকনিক্যাল কাজ করতে। এজন্য জন্মদিনের পারিবারিক আনুষ্ঠানিকতা গত রাতেই করে ফেলতে হয়েছে।’ ‘হালদা’ কবে নাগাদ মুক্তি পাবে তার উত্তরে তিনি বলেন, ‘মাস দুয়েকের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। এরপরেই মুক্তির তারিখ জানতে পারবেন।’
স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করলেও গভীর ভালবাসা নিয়ে অভিনয় জগতেই দিয়েছেন নিজের সবটুকু। আশির দশকে তার অভিনীত প্রথম নাটকটি ছিল মাদক সমস্যা নিয়ে। এটি প্রচারিত হয় বাংলোদেশ টেলিভিশনে।১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নদীর নাম মধুমতী’-তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর একের পর এক নাটক, টেলিফিল্ম আর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
নির্মাতা হিসেবেও পিছিয়ে নেই তিনি। তার পরিচালিত ‘জয়যাত্রা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। মেরিল-প্রথম আলো পুরস্কার পায় ‘জয়যাত্রা’ ও ‘রূপকথার গল্প’। এছাড়াও ‘দারুচিনি দ্বীপ’ বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ‘অজ্ঞাতনামা’ প্রদর্শিত হয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তুলে নিয়েছেন তিনি ‘জয়যাত্রা’ সিনেমার মাধ্যমে।
আগামী দিনগুলোতেও নিয়মিতভাবেই চলচ্চিত্র নির্মাণ করে যেতে চান এই গুণী নির্মাতা।
Comments