জাতীয় রপ্তানি পদক পেল ৭১ প্রতিষ্ঠান
গত ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রপ্তানি পদক পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক আয়োজনে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ সম্মাননা প্রদান করে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণ পদক পেয়েছে ২৯টি প্রতিষ্ঠান। রৌপ্য পদক পেয়েছে ২৪টি প্রতিষ্ঠান এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ১৮ প্রতিষ্ঠান।
হা-মীম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস ২০১৮–১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি করে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে।
এছাড়া স্বর্ণ ট্রফি বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল জিন্স, বাদশা টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল ও স্কয়ার টেক্সটাইল।
অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছে আকিজ জুট মিলস, প্রাণ ডেইরি, বে ফুটওয়্যার, নোমান টেরি টাওয়েল মিলস, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, বেঙ্গল প্লাস্টিকস, জালালাবাদ ফ্রোজেন ফুডস, মীর টেলিকম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স, ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্ট, পিকার্ড বাংলাদেশ, এপেক্স ট্যানারি ও কারুপণ্য রংপুর।
Comments