শ্রমিকদের দৃষ্টি সুরক্ষায় টিম গ্রুপের উদ্যোগ

শ্রমিকদের দৃষ্টি সুরক্ষায় উদ্যোগ নিয়েছে দেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অন্যতম টিম গ্রুপ।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক কল্যাণ ও তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিম গ্রুপের গ্রামটেক নিট, ডায়িং, ফিনিশিং অ্যান্ড গারমেন্টস কারখানার সব শ্রমিকের চোখ পরীক্ষার মাধ্যমে দৃষ্টি ত্রুটি নিরুপন ও সেবা দিতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হবে।
ভিশন স্প্রিং এর সহযোগিতায় এবং ব্র্যাক ব্যাংকের 'অপরাজেয় আমি' উদ্যোগের আওতায় এই আই ক্যাম্পেইন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
টিম গ্রুপ বিশ্বাস করে, শ্রমিকদের পেছনে বিনিয়োগ শুধুমাত্র উৎপাদনশীলতা বাড়ায় না বরং দীর্ঘ-মেয়াদে ব্যবসার টেকসই সাফল্যকে নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পোশাক শিল্প একটি শ্রমঘন শিল্প যেখানে আনুমানিক ৪৪ লাখ শ্রমিক কাজ করছে। আর এই শ্রমিকরাই আমাদের শিল্পের উৎপাদনের মূল চালিকা শক্তি। দৃষ্টির স্পষ্টতা ও উৎপাদনশীলতা নিবিড়ভাবে জড়িত। বিশেষ করে কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত শ্রমিক এবং কর্মকর্তাদের জন্য বর্ণান্ধতা একটি প্রতিবন্ধকতা। বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক শিল্প যা আমাদের অর্থনীতিরও প্রধান নিয়ামক আর তাই এই শিল্পের সাথে জড়িত সকল শ্রমিকের স্বাস্থ্যগত সকল বিষয়ের পাশাপাশি চোখের বিশেষ যত্ন নেওয়া অপরিহার্য।
টিম গ্রুপে লাভজনক শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা, মানবাধিকার, সহানুভূতি, পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতাসহ মানবিক প্রতিটি বিষয় ব্যবসার মূলধারায় সন্নিবেশিত করা হয়েছে। টিম গ্রুপের টেকসই ব্যবসার কৌশল পরিকল্পনা ২০৩০ অনুযায়ী ব্যবসার প্রতিটি লক্ষ্যমাত্রা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সমন্বয় করে প্রণীত হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রমিক কল্যাণ ও তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে গৃহীত উদ্যোগের একটি হলো টিম গ্রুপের গ্রামটেক নিট, ডায়িং, ফিনিশিং অ্যান্ড গারমেন্টস কারখানার সব শ্রমিকের মাসব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান।
টিম গ্রুপ বিশ্বাস করে, একজন সুস্থ কর্মী একজন উৎপাদনশীল কর্মী। পর্যায় ক্রমে টিম গ্রুপের সব প্রতিষ্ঠানের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চক্ষু পরীক্ষা ও সেবা দিতে উদ্যোগ গ্রহণ করা হবে। ২৩ হাজার সদস্যের টিম গ্রুপ পরিবারের সবার দৃষ্টির স্বচ্ছতা নিশ্চিতে টিম গ্রুপ ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
Comments