দেশে চীনের বৈদ্যুতিক বাইক সংযোজন ও বাজারজাত করবে এটলাস বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পরিবেশদূষণ রোধে জ্বালানিসাশ্রয়ী চীনের বৈদ্যুতিক বাইক সংযোজন করে বাজারজাত করবে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)।

আগামী আগস্ট থেকে বৈদ্যুতিক বাইকগুলো বাজারজাত করা হবে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার বিএসইসির সম্মেলন কক্ষে এটলাস বাংলাদেশ লিমিটেড, গ্লোবাল ইলেকট্রিক স্কুটার ও বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান বলেন, চীনের ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির সঙ্গে সমঝোতা সইয়ের মাধ্যমে এটলাস বাংলাদেশ লিমিটেডের দীর্ঘদিনের ব্র্যান্ড–সংকট দূর হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানায় সংযোজিত জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব এটলাস এভি ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইক সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

বিএসইসির চেয়ারম্যান মু আনোয়ারুল আলম বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ক্রমেই বাড়ছে। তাই ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে এটলাস বাংলাদেশ লিমিটেড নিজস্ব নামে বৈদ্যুতিক স্কুটার ও বাইক সংযোজনের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। আমি আশা করছি, এটলাস বাংলাদেশ লিমিটেড গুণগত মানসম্পন্ন ইলেকট্রিক স্কুটার ও বাইক সংযোজন ও উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিবর রহমান বলেন, ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের কারিগরি সহযোগিতায় প্রথম ধাপে এটলাস এভি ব্র্যান্ডের এস–১০০, এস–৯০, এস–৮০ ও এস–৭০ এই চার মডেলের বৈদ্যুতিক বাইকের উৎপাদন ও বিপণন কার্যক্রম শুরু হবে, যা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাড়ানো হবে।

'আকর্ষণীয় সুবিধা থাকায় প্রতিটি মডেলই ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। গ্রাফিন ব্যাটারি থাকায় প্রতিটি বাইকই একবার চার্জে মাত্র ১৫ টাকা বিদ্যুৎ খরচে ১০০ থেকে ১২০ কিলোমিটার চালানো যাবে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Security footage obtained and analysed by The Daily Star shows that Hamid's car reached the barrier gate of the VIP terminal at 12:46am on May 8

11h ago