ব্লুমবার্গের স্বীকৃতি পেলেন শিখোর প্রতিষ্ঠাতা শাহির চৌধুরী

ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্টের স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি তিনি
শিখো, ব্লুমবার্গ, শাহির চৌধুরী,
শিখোর প্রতিষ্ঠাতা শাহির চৌধুরী

অ্যাপভিত্তিক শিক্ষার প্লাটফর্ম শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহির চৌধুরী ব্লুমবার্গের ক্লাস অব ২০২৩ নিউ ইকোনমি ক্যাটালিস্টদের একজন নির্বাচিত হয়েছেন।

২০২১ সালে প্রতিষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্ট প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এমন মানুষদের খুঁজে বের করা- যাদের উদ্ভাবন ও প্রচেষ্টা বিশ্ব পরিবর্তনে অবদান রাখবে।

ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্ট এ বছর মোট ২০ জনকে স্বীকৃতি দিয়েছে, শাহির চৌধুরী তাদের একজন। তিনি এই তালিকায় জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি

ব্লুমবার্গ জানিয়েছে, 'বাংলাদেশের সাড়ে চার কোটি স্কুল বয়সী শিশুর মধ্যে মাত্র ৮০ হাজার শিক্ষার্থী ইংরেজিতে কথা বলে। এটি মানসম্মত শিক্ষার সুযোগের জন্য একটি বাধা, কারণ বাংলাদেশে শিক্ষার প্রধান মাধ্যম বাংলা। আর শিখো এই বাধা দূর করেছে। লাখ লাখ মানুষের জন্য শাহির চৌধুরী শিখো প্রতিষ্ঠা করেছেন, যা বাংলা ভাষায় একটি ডিজিটাল লার্নিং সিস্টেম।'

'শিখোর বিষয়বস্তুতে পয়েন্ট, লিডারবোর্ড ও ভার্চুয়াল পুরষ্কারের মতো গেমিফিকেশন কৌশল আছে, যা প্রতিদিনের পড়া, হোমওয়ার্ক, পরীক্ষার প্রস্তুতি, টিউটরিং ও দক্ষতা বিকাশে সহায়তা করছে। শিখোর ১৭ লাখ নিবন্ধিত ব্যবহারকারী আছে।'

শাহির চৌধুরী বলেন, 'আমাদের টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, এটা আমার জন্য গর্বের। বাংলাদেশ এখনো ডিজিটাল ফ্রন্টিয়ারগুলোর একটি, আমরা বিশ্বাস করি শিখো ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

Comments