১৯ দিনের লড়াই শেষে ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেলেন
মাত্র ২৪ বছরেই থেমে গেলো ভারতীয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবন। ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে টানা ১৯ দিনের লড়াই শেষে মারা গেলেন তিনি।
আজ রোববার দুপুর ১২টা ৫৯ মিনিটে ভারতের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের ফিল্মফেয়ারসহ একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ঐন্দ্রিলা শর্মা টেলিভিনে 'ঝুমুর' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর 'জীবন জ্যোতি' ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেন। ধারাবাহিকের পাশাপাশি 'শেষ থেকে শুরু' সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা গেছে তাকে।
Comments