সিঙ্গাপুরে যাচ্ছেন সোহেল রানা

ঢাকাই সিনেমার একসময়ের সাড়া জাগানো নায়ক, পরিচালক ও প্রযোজক সোহেলা রানা আজ রোববার রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন।
এর আগে, গত বছর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার চোখের অস্ত্রোপচার করা হয়েছিল। এবার যাচ্ছেন চোখের নিয়মিত চেকআপ করার জন্য।
এ বিষয়ে সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চোখের কিছুটা সমস্যা রয়েছে। চোখের ডাক্তার দেখাব। এ ছাড়া, হার্টে সমস্যা রয়েছে। তার জন্যও ডাক্তার দেখাব।'
জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত এই অভিনেতা বলেন, 'আল্লাহর ওপর আমার অগাধ বিশ্বাস। তার ওপর ভরসা করেই সবসময় পথ চলি। এ ছাড়া, দেশবাসী ও আমার যারা ভক্ত এবং দর্শক আছেন, তাদের সবার কাছে দোয়া চাই।'
সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন সোহেল রানা। নিয়মিত চেকআপ শেষে দেশে ফিরবেন।
Comments