এআই জাদুতে ফিরে এলেন মহানায়ক

ছবি: উত্তমকুমার ফ্যান ক্লাব থেকে নেওয়া

মহানায়ক উত্তম কুমার চলে গেছেন অনেক বছর। কিন্তু বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। রুপালি পর্দায় হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার অভিনয় দেখেছেন। মহানায়কের হাসিতে লুটিয়ে পড়তেন রমণীরা।

সেই উত্তম কুমার এবার আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের (এআই) মাধ্যমে নতুন করে ফিরে এলেন দর্শকদের মাঝে। সুদর্শন এই মহানায়ককে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিস্মিত অনেকেই।

ছবি: উত্তমকুমার ফ্যান ক্লাব থেকে নেওয়া
ছবি: উত্তমকুমার ফ্যান ক্লাব থেকে নেওয়া

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উত্তম কুমার। আসল নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে। উপহার দিয়েছেন­-সপ্তপদী, অগ্নিপরীক্ষা, অ্যান্টনি ফিরিঙ্গি, নায়ক, চৌরঙ্গী, চিড়িয়াখানা, সন্ন্যাসী রাজা, হারানো সূরের মতো কালজয়ী সিনেমা।

ছবি: উত্তমকুমার ফ্যান ক্লাব থেকে নেওয়া
ছবি: উত্তমকুমার ফ্যান ক্লাব থেকে নেওয়া

১৯৭৫ সালে ভারত সরকারের তরফে মহানায়ক সম্মান দেওয়া হয় তাকে। জীবনকালে পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার, বিএফজেএ পুরস্কার।  ১৯৮০ সালে ২৭ জুলাই মারা যান উত্তম কুমার।

উত্তম কুমারের অভিনয়ের স্টাইল, সংলাপ আজো মুগ্ধ করে সবাইকে। এআইয়ের মাধ্যমে ছবিগুলোতে বিভিন্ন পোশাকে নানা রূপে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবিগুলো নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago