আমার লেখা কার ক্ষতি করল যে ফেসবুক পেজ হ্যাক করতে হলো: ফাহমিদা নবী

দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর ২টি ফেসবুক পেজ এখন তার নিয়ন্ত্রণে নেই। একটি হলো ফাহমিদা নবীর ডায়েরি, অন্যটি ফাহমিদা নবী আর্টিস্ট পেজ। এই ২টি ফেসবুক পেজই হ্যাক হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাত থেকে এ নিয়ে বিপাকে পড়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। কেউ হ্যাকারের তথ্য জানাতে পারলে সেটি তাকে জানানোর অনুরোধও করেছেন।
ফাহমিদা নবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ২টি পেজের একটাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখি করতাম। আমার লেখা কার ক্ষতি করলো যে পেজ হ্যাক করতে হলো! আমি খুবই বিপদের মধ্যে আছি। হ্যাক করে আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না।'
'এই মুহূর্তে এই পেজ দুটো থেকে ফাহমিদা নবী হয়ে যে কমেন্ট বা উত্তর দেবেন তিনিই সম্ভবত ফেসবুক হ্যাককারী। পেজ ২টি উদ্ধারের জন্য সাইবার ক্রাইমে কথা বলেছি। দেখি কী হয়,' বলেন তিনি।
Comments