একটু শেখার জন্য গুরুর স্টুডিওতে ছুটে যেতাম: ইমরান
সংগীত পরিচালনা থেকে শুরু করে সংগীত জীবনের অনেক কিছুই হাবিব ওয়াহিদের কাছ থেকে শিখেছেন। তার সুর করা গানে কণ্ঠও দিয়েছেন।
তাকে গুরু মানেন ইমরান। গত এক দশকে অনেক শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন ইমরান। এবারে গুরুর হাবিব ওয়াহিদের জন্য 'বোকামন' নামে একটি গান করেছেন। এবারই প্রথম ইমরানের সুরে গান করেছেন হাবিব ওয়াহিদ।
গানটির কথা লিখেছেন রজত ঘোষ, মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন 'একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০ সালের দিকে আমি তখন যাত্রাবাড়ীর কোনাপাড়া থাকি, বসের (হাবিব) জিঙ্গেল গাওয়ার জন্য, তাকে কাছ থেকে দেখার জন্য, একটু শেখার জন্য গুরুর স্টুডিওতে ছুটে যেতাম। আজ ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, আবেগে আপ্লুত, তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই, এই গান আমার জন্য অনেক বড় আবেগের বিষয়।'
রঙ্গন মিউজিকের ব্যানারে 'বোকামন' গানটি আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গানটি প্রকাশ পাবে।
Comments