ঈদে ‘ইত্যাদি’র গানে প্রতীক ও প্রীতম হাসান
'ইত্যাদি' মানেই চমক আর ঈদের বিশেষ 'ইত্যাদি'র গান মানেই বাড়তি আয়োজন। এই অনুষ্ঠান বরাবরই গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও বৈচিত্র্য তুলে ধরে।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান।
গানটির ফোক অংশে 'ইত্যাদি'তেই গাওয়া খালিদ হাসান মিলুর সে সময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
খালিদ হাসান মিলু সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, ক্ষণজন্মা এই সংগীতশিল্পীর 'ইত্যাদি'তে গাওয়া সবগুলো গানই সেসময় ব্যাপক প্রশংসিত হয়। এই শিল্পীর জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটি প্রচারিত হয়েছিল 'ইত্যাদি'তে।
'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ 'ইত্যাদি' ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
Comments