গল্প-আড্ডায় পূজা চেরি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা 'লিপস্টিক'। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এর ফাঁকেই আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টার সেন্টারে আসেন চিত্রনায়িকা পূজা। গল্প, আড্ডা, ফটোশুটে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান তিনি। এর আগে নিউজরুম ঘুরে দেখেন, সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফটোশুটের পাশাপাশি একটি ভিডিও সাক্ষাৎকারও দেন তিনি।

পূজা বলেন, 'এবারই প্রথম মা ছাড়া কোনো সিনেমার প্রচার করছি। এই যে হাসছি, কথা বলছি কিন্তু মা আমার সাথে রয়েছে। খুবই অনুভব করছি মাকে। আমার সঙ্গে মা আছেন নিশ্চয়ই। ঈদে আমার কোনো আনন্দ নেই।'
পূজা চেরি অভিনীত ঈদের সিনেমা 'লিপস্টিক' সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। আসন্ন ঈদে 'লিপস্টিক' ছাড়াও আরও ১৩টি সিনেমা মুক্তির কথা রয়েছে। ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এই ঈদে নিজের অভিনীত সিনেমার বাইরে শাকিব খান অভিনীত "রাজকুমার", শরীফুল রাজ অভিনীত "ওমর", "দেয়ালের দেশ", "কাজল রেখা" দেখা ইচ্ছা আছে।'

পূজা চেরি অভিনীত 'লিপস্টিক' রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত সিনেমা। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।
Comments