সিনে সন্ধ্যায় ‘ছুরত’ ও ‘আনটাং’

সিনে সন্ধ্যার আসছে আসরে বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছুরত' ও ''আনটাং'।
ঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে আগামী ১৮ মে (রোববার) সন্ধ্যা ৭টায় চলচ্চিত্র দুটির প্রদর্শনী হবে বলে দ্য ডেইলি স্টারকে আজ বুধবার বিকেলে জানিয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।
'ছুরত' ও 'আনটাং' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।
এর আগে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি দুটি অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।
মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে 'আনটাং'। আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় 'ছুরত'।
গোলাম রাব্বানীর পরিচালনায় 'স্টিচ লাইফ' ও 'নিশি' নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে, একই দিন এই আয়োজনে প্রদর্শিত হবে জার্মান নির্মাতা অনিকা ডেকারের 'লিভসডিংস' চলচ্চিত্রটি।
Comments