জাজ মাল্টিমিডিয়া ছেড়ে মন ছোট হয়ে গিয়েছিল: নুসরাত ফারিয়া
র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষীত সিনেমা 'অপারেশন সুন্দরবন'।
আগামী ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে দীপংকর দীপন পরিচালিত 'অপারেশন সুন্দরবন' সিনেমাটি। .
মুক্তির আগে আজ বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সিনেমার পোস্টার উন্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী রিয়াজ আহমেদ সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, 'আমরা ছেলেবেলায় উত্তম কুমার-সুচিত্রার ছবি দেখেতে দেখতে বড় হয়েছি। তারপর সত্যজিৎ রায়সহ অন্যদের ছবি দেখার মতো মানসিকতা তৈরি হয়েছে। এটা তো একদিনে হয়নি। আমাদের ঠিক সেইভাবে দর্শকদের ধীরে ধীরে সিনেমা হলে নিতে হবে। দর্শকদের আগে বিনোদন দিতে হবে। তার মানে এই নয় যে সেগুলো সস্তা বিনোদন। সুস্থ বিনোদনের মাধ্যমে কিন্তু ভালো ছবি তৈরি করা সম্ভব। সেই ছবিটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই কারণে, এখন দর্শকদের হলো ফেরানোটা আমাদের মূল কাজ।'
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ''আজ আমি অনেক ইমোশনাল হয়ে আছি। যেকোনো সময় কেঁদে ফেলতে পারি। প্রায় ৩ বছর পর আবারও নতুন ছবি মুক্তির খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক বছর পর একসঙ্গে এতো ক্যামেরা-সাংবাদিক দেখতে পারছি। জাজ মাল্টিমিডিয়া ছেড়ে দেওয়ার পর মন ছোট হয়ে গেছিল। মনে হতো আর কোনো বড় ছবির অংশ হতে পারবো কি না। আজ এত বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।'
র্যাবের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'এই ছবিটির শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ সমর্থন দিচ্ছে, সেটা অবিশ্বাস্য।'
চিত্রনায়ক সিয়াম বলেন, 'অনেক লম্বা একটা সময় এই টিমের সঙ্গে ছিলাম। কিছুদিন আগে এই সিনেমার একটি গানের শুট ছিল। সেই সময় আমরা অনেক প্রেশারে ছিলাম। তবে একটি দিনের জন্য আমাদের মনে হয়নি- আমরা পরিবারের থেকে দূরে আছি। আগামী ২৩ তারিখ আমাদের এই সিনেমাটি মুক্তি পাবে। আশা করি সবাই সিনেমা হলে গিয়ে 'অপারেশন সুন্দরবন' দেখবে।'
Comments