জন্মদিনে পরীমনির শান্তির বার্তা

চিত্রনায়িকা পরীমনি তার ‘বদলে যাওয়া’ জীবনের জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করেছেন স্বামী শরিফুল রাজ, ২ মাস বয়সী ছেলে রাজ্য ও নানাকে নিয়ে।
পরীমনি

চিত্রনায়িকা পরীমনি তার 'বদলে যাওয়া' জীবনের জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করেছেন স্বামী শরিফুল রাজ, ২ মাস বয়সী ছেলে রাজ্য ও নানাকে নিয়ে।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদেরকে নিয়ে কেক কেটেছেন এই অভিনেত্রী।

গতকাল সোমবার জন্মদিনের আয়োজন রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় রাত সাড়ে ১০টায়।

পরীমনি
অতিথিদের সঙ্গে রাজ ও পরীমনি। ছবি: স্টার

পাখির পালক ও লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিল চারদিক। ঝাড়বাতিতে ঝলমল ছিল পুরো আয়োজন।

পরীমনি বলেন, 'আমি আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। আমার সেই বার্তা অনুযায়ী আজকের আয়োজনে সাদা মঞ্চ ও সাদা পোশাক পরে হাজির হয়েছি। সবাই আমার ভালোবাসা নিবেন। আমার সন্তান রাজ্য, রাজ আমার পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা এসেছেন সবাই আমার আপনজন।'

পরীমনি
জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি। ছবি: স্টার

জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে আবু রায়হান জুয়েল পরিচালিত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমার 'তুই কি আমায় ভালোবাসিস' গান।

এ ছাড়া, পরীমনির 'বদলে যাওয়া' জীবন নিয়ে ১৫ মিনিটের তথ্যচিত্র দেখানো হয়। এতে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও পরীমনির বদলে যাওয়ার কাহিনি দেখানো হয়।

পরীমনি
স্বামী রাজ, ছেলে রাজ্য ও নানাকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি। ছবি: স্টার

পরীমনির জন্মদিনে স্ত্রী অবন্তীকে নিয়ে এসেছিলেন নায়ক সিয়াম। ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফিসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

2h ago