কেন দুবাই গেলেন শাকিব খান

দুবাই গেলেন চিত্রনায়ক শাকিব খান। রোববার সেখানকার উইনার স্পোর্টস ক্লাবে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।
শাকিব খান, দুবাই,
ছবি শাকিব খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

দুবাই গেলেন চিত্রনায়ক শাকিব খান। রোববার সেখানকার উইনার স্পোর্টস ক্লাবে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।

আজ শনিবার বিকেল নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করে দুবাই যাওয়ার কথা জানিয়ে শাকিব খান লিখেছেন 'দুবাই'।

শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

শরিফুল রাজ ও পরীমনির যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি।

Comments

X