আজ থেকে টেলিভিশনে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’

সংগীত নিয়ে টিভি রিয়েলিটি শো 'চ্যানেল আই সেরাকণ্ঠ' আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এটি প্রতিযোগিতাটির সপ্তম আসর।
গত ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং।
অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, 'এবারের আসরে মূল বিচারকের দায়িত্বে আছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। রুনা লায়লাকে বিচারকের আসনে দেখা যাবে সুপার রাউন্ড থেকে।'
তিনি আরও বলেন, 'এত ভালো ছেলেমেয়েরা এসেছে। আমি দারুণ আনন্দিত। বিচারকরাও দারুণ খুশি। সামগ্রিক আয়োজন নিয়ে আমরা খুশি।'
এবারের অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।
প্রতিযোগিতাটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
Comments