সরকারি অর্থায়নেই হচ্ছে ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২

ইস্টার্ন রিফাইনারি
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ফাইল ছবি

অবশেষে সরকারি অর্থায়নে ইস্টার্ন রিফাইনারি (ইআরএল) ইউনিট-২ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এর আগে, নতুন ইউনিট নির্মাণের জন্য বিদেশি বিনিয়োগকারী খোঁজা হলেও, ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। 

এছাড়া, মহেশখালী ও পায়রায় আরও দুইটি রিফাইনারি নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আজ মঙ্গলবার দুপুরে ইস্টার্ন রিফাইনারিতে এক সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান এসব তথ্য জানান। 

সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ ১৫ লাখ ৩৫ হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করে নতুন রেকর্ড গড়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিপিসির পরিচালক (অপারেশন ও বাণিজ্য) ড. এ কে এম আজাদুর রহমান, বিপিসির সচিব শাহিনা সুলতানা।

ইআরএল ইউনিট-২ প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, 'এই প্রকল্পে বিপিসি ১ দশমিক ৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। বাকি অর্থ সরকার অর্থায়ন করবে। প্রতিবছর বাজেট থেকে এখানে বরাদ্দ দেওয়া হবে। তহবিল নিশ্চিত হল ডিপিপিতে যাব।' 

এ বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, 'ইআরএল ইউনিট-২ প্রকল্পের প্রাথমিক কাজ গোছানো আছে। ফান্ড পাওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।'

বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান আরও বলেন, 'মহেশখালী ও পায়রায় রিফাইনারি নির্মাণের জন্য বিদেশি বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। মহেশখালীতে ১০ লাখ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার রিফাইনারি নির্মাণের পরিকল্পনা রয়েছে।' 

এখন ফসিল ফুয়েলে কেউ বিনিয়োগ করতে আগ্রহী নয় উল্লেখ করে আমিন উল আহসান বলেন, 'মহেশখালীতে রিফাইনারি নির্মাণের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জ্বালানি তেল রপ্তানির সুযোগ রাখা হবে। আশা করছি বিদেশি বিনিয়োগকারী পাওয়া যাবে।' 

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

3h ago