চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

দাবদাহের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি নামল বন্দরনগরী চট্টগ্রামে।
দাবদাহের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি নামল বন্দরনগরী চট্টগ্রামে। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় কাজীর দেউড়ি এলাকা থেকে তোলা। ছবি: সংগৃহীত

দাবদাহের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি নামল বন্দরনগরী চট্টগ্রামে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছে তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ে নাকাল নগরবাসী।

কাজির দেউড়ি মোড়ের চা বিক্রেতা মোহাম্মদ নুরু বলেন, 'গরমের কারণে দিনের বেলায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। রাতেও তেমন বেচাবিক্রি নেই। বৃষ্টি যেন শান্তি নিয়ে এল।'

তবে চট্টগ্রামে নগরের একেক স্থানে বৃষ্টির স্থায়িত্ব ছিল একেক রকম।

দাবদাহের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি নামল বন্দরনগরী চট্টগ্রামে। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় কাজীর দেউড়ি এলাকা থেকে তোলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত প্রতি জুন মাসে অন্তত ৭-৮ দিন বৃষ্টি হয়। আজ মঙ্গলবার ও আগামীকাল সাধারণ বৃষ্টি হবে।'

'তবে মৌসুমি বায়ু এখনো সক্রিয় হয়নি। চট্টগ্রাম জেলার সীতাকুন্ডসহ বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে,' বলেন তিনি।

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে কর্মস্থল থেকে বাসায় ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।

কাজির দেউড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রায়হান বলেন, 'ছাতা-রেইনকোর্ট কিছুই সঙ্গে নেই। বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। ভিজে ভিজে বাসায় ফিরছি।'

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago