টাঙ্গাইল পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

রাস্তা সম্প্রসারণের জন্য টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানের শতবর্ষী সাতটি গাছ কাটার উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল পৌরসভা। গতকাল রোববার ওই গাছগুলোর ডাল কাটা হয়।
এর প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করেন পরিবেশবাদী সংগঠন 'বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)' টাঙ্গাইল শাখা ও 'সবুজ পৃথিবী'।
বাপা টাঙ্গাইল শাখার সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, ইব্রাহীম খা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক অনিক রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা রঘুনাথ বসাক, বাপা টাঙ্গাইল শাখার সহ সভাপতি মো. আজাহারুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, মো. এরফানুজ্জামান রুনু, সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী, আওয়াল মাহমুদ, ডা. আজিজুল হক।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক, সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদের সঞ্চালনায় বক্তারা বলেন, টাঙ্গাইল পৌর উদ্যানের এইসব শতবর্ষী গাছ রক্ষায় আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা এসব গাছ পাহারা দেব।
Comments