নিম্নচাপের প্রভাবে দেশের কোথায়, কেমন বৃষ্টি হতে পারে

ঈদের দিনসহ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
স্টার ফাইল ফটো

গত ৮ সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। 

আজ রোববার সকাল ৯ টা পর্যন্ত এটি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে অবস্থান করছিল (প্রায় ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপর) এবং ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

আগামী ৪ দিন ধরে দেশের অনেক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ভারী থেকে মাঝারি বৃষ্টি

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

মোস্তফা কামাল পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিম্নচাপের ফলে (১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত)) খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।' 

'চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১৫০ থেকে ২০০ মিলিমিটার, সিলেট বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।'

তিনি আরও বলেন, 'গতকাল রাতে পূর্ণিমা ছিল । ফলে চাঁদ আজকে রাতেও প্রায় পূর্ণই থাকবে। আজ ও আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগের জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি থাকতে পারে।'

'বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার যা দমকা হওয়া হিসেবে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago