পঞ্চগড়ে ১০ দশমিক ৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা, ঢাকায় কমতে পারে আরও ১ ডিগ্রি

‘রোববার থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে,’
ছবিটি গতকাল বুধবার পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে তোলা | ছবি: স্টার

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুসারে, আজ রাতের তাপমাত্রা আরও খানিকটা হ্রাস পেতে পারে। ফলে দেশের উত্তর, পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলা মৃদু শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে।

এদিন সকালের তথ্য অনুসারে, দিনাজপুরের তাপমাত্রা ছিল ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ১০ দশমিক আট, সৈয়দপুর ও রাজশাহী ও রাজারহাটে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে।

ছবিটি গতকাল বুধবার পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে তোলা | ছবি: স্টার

ঈশ্বরদী ও ডিমলায় ১১ দশমিক পাঁচ, বদলগাছীতে ১১ দশমিক ছয়, ময়মনসিংহ ১১ দশমিক সাত এবং নিকলী ও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতের তাপমাত্রা হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। যেসব জেলার তাপমাত্রা বর্ডার লাইনে আছে, সেগুলো মৃদ্যু শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে।'

'তবে শৈত্যপ্রবাহ দুএক দিনের বেশি দীর্ঘ হবে বলে মনে হচ্ছে না। এই প্রভাব কেটে গেলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে,' বলেন তিনি।

পূর্বাভাস অনুসারে, আগামী ৭২ ঘণ্টা সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।

ছবিটি গতকাল বুধবার পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকা থেকে তোলা | ছবি: স্টার

আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বজলুর রশিদ বলেন, 'আগামী ৭২ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

'রোববার থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে,' যোগ করেন তিনি।

Comments