২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন রাজশাহী বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ১৩ জন বরিশাল বিভাগের এবং ৬ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৫০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Opinion soon on application for Khaleda Zia to go abroad: law minister

Law Minister Anisul Huq today said he would soon give his opinion on the application seeking government permission for BNP Chairperson Khaleda Zia to go abroad for treatment

1h ago