ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ মারা গেছেন

প্রবীর ঘোষ। ছবি: সংগৃহীত

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ আজ শুক্রবার কলকাতার দমদম-মতিঝিল এলাকায় তার নিজ বাড়িতে মারা গেছেন।

কলকাতার বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসব গণমাধ্যম জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৫ সালের ১ মার্চ বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর ঘোষ।  শৈশবেই ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। তিনি তার জীবনের একটি বড় অংশ খড়গপুর ও দমদমে কাটিয়েছেন।

সারা জীবন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি। তার লেখা ৫ খণ্ডের বই 'অলৌকিক নয় লৌকিক' বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

দমদমের মতিঝিল কলেজ থেকে স্নাতক সমপন্ন করেন তিনি। কুসংস্কারের বিরুদ্ধে একটি ম্যাগাজিন চালু করেছিলেন। ব্যাংকের চাকরি ছেড়ে নিজেকে পুরোপুরি যুক্ত রেখেছিলেন যুক্তিবাদী সমিতির সঙ্গে।

ঢাকায় মুক্তচিন্তার ব্লগারদের উপর মৌলবাদীদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন প্রবীর ঘোষ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মনীশ রায় চৌধুরী বলেছেন, 'একজন মানুষ মারা যায়। কিন্তু যুক্তিবাদী আদর্শ চিরকাল বেঁচে থাকে।'

Comments