মাস্টারশেফ অস্ট্রেলিয়ার উপস্থাপক জক জনফ্রিলো মারা গেছেন

পুরস্কার বিজয়ী শেফ ও মাস্টারশেফ অস্ট্রেলিয়ার উপস্থাপক জক জনফ্রিলো ৪৬ বছর বয়সে মারা গেছেন।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় নিজের রেস্টুরেন্ট খোলার আগে জনফ্রিলো বিশ্বের বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টে কাজ করেছিলেন।
মাস্টারশেফের ২০২৩ মৌসুমের প্রিমিয়ার সম্প্রচারের দিন ব্রডকাস্টার নেটওয়ার্ক টেন তার মৃত্যুর বিষয়টি বিবিসিকে নিশ্চিত করে।
জনফ্রিলোর পরিবারে স্ত্রী লরেন ফ্রাইড এবং ৪ সন্তান আছেন। তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, জনফ্রিলোর হঠাৎ মৃত্যুতে তারা মর্মাহত।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে মেলবোর্নের একটি বাড়িতে জনফ্রিলোকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, তার এই মৃত্যুকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
সেলিব্রিটি শেফ জেমি অলিভার এবং গর্ডন রামসসহ মাস্টারশেফের বিভিন্ন মৌসুমের প্রতিযোগীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নেটওয়ার্ক টেন টুইট করেছে, জনফ্রিলোর তার কারিশমা ও আবেগ দিয়ে রান্নাপ্রিয় মানুষদের অনুপ্রাণিত করেছিলেন। তার মৃত্যুতে পূর্ব রেকর্ড করা মাস্টারশেফ পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহে সম্প্রচারিত হবে না।
বিবিসি জানিয়েছে, ১৯৭৬ সালে গ্লাসগোতে জন্ম নেওয়া জনফ্রিলো ১২ বছর বয়সে রান্নার কাজ শুরু করেন। ১৫ বছর বয়সে বিলাসবহুল স্কটিশ রিসোর্ট, দ্য টার্নবেরি হোটেলে সর্বকনিষ্ঠ শিক্ষানবিশদের একজন হিসেবে কাজ করেন।
Comments