রুশ তেলের দাম চীনা মুদ্রায় শোধ করতে পারে পাকিস্তান

পাকিস্তানে রুশ তেল
রাশিয়ার নাখোদকা বন্দরে অপরিশোধিত তেলের টার্মিনাল। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার সাড়ে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের দাম চীনা মুদ্রায় পরিশোধ করতে পারে পাকিস্তান।

আজ শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে বলেন, 'এই তেলের কার্গো চলতি মাসের শেষের দিকে বন্দরে পৌঁছতে পারে।'

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংক অব চায়নার মাধ্যমে চীনা মুদ্রায় রুশ তেলের দাম পরিশোধ করবে পাকিস্তান।

তবে দাম পরিশোধের শর্ত নিয়ে সূত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, কত কম দামে এই তেল কেনা হচ্ছে তা দেশের স্বার্থে প্রকাশ করা যাবে না। এমনকি, অন্য যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনছে তাদের থেকে যেন বিরূপ প্রতিক্রিয়া না আসে সে কারণে মস্কো থেকেও এই দাম বলা হয়নি।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বলেন, 'রাশিয়া ইউএরএএল অপরিশোধিত তেল কার্গোতে পাঠাবে। পাকিস্তান রিফাইনারি লিমিটেডের সেই তেল পরিশোধন করার কথা।'

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে রুশ তেলের দাম নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে রুশ তেল পরিবহন করতে ব্যারেল প্রতি ১৫ ডলার দিতে হবে। তবে পাকিস্তানের বন্দরে তেল পৌঁছার পর প্রকৃত খরচ নিশ্চিত করা যাবে।

অন্যান্য সূত্র জানিয়েছে, পাকিস্তান রুশ তেলের দাম ৫০ থেকে ৫২ ডলারে চূড়ান্ত করেছে।

Comments