ভিন্নধর্মী আয়োজন

বিনামূল্যে প্রায় ৫ হাজার বই বিনিময় 

এই আয়োজন কৈশোরের স্মৃতি নাড়া দিয়েছে। এটা চলতে থাকলে আরো অগণিত পাঠক তৈরী হবে
সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যপিডিয়ার উদ্যেগে আয়োজিত হলো বই বিনিময় উৎসব, ছবি: স্টার

সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যপিডিয়ার উদ্যেগে আয়োজিত হলো বই বিনিময় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবে প্রায় সাড়ে ৫ হাজার বই বিনিময় হয়েছে। দেশের বিভিন্ন স্থানের বইপ্রেমীরা এতে অংশ নিয়েছেন।

সাহিত্যপিডিয়ার ১ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজিত বই বিনিময় উৎসবে প্রধান অতিথি হিসেবে কবি প্রাকৃতজ শামীমরুমি টিটন বলেন 'তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। সাহিত্য, সংগীত ও সংস্কৃতি নিয়ে যে নতুন বোধোদয় তৈরী হচ্ছে তা ধরে রাখতে পারলে দ্রুতই দেশের পরিবর্তন ঘটবে।' 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু। এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউল প্রচার সমিতির সভাপতি আলম দেওয়ান; কবি শাহজাহান সাজু, কথাসাহিত্যিক তানজিম তানিম, অনুবাদক মাসুম আহমেদ আদি, কথাসাহিত্যিক মানজুলুল হক, কবি ওয়াসীম হক, কথাসাহিত্যিক অনুপম হোসাইন ও ইমরান মাহফুজ ।

সাহিত্যপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম নিরব জানান, অনেকের ঘরে পুরনো অনেক বই থাকে, সময়ের অভাবে বা যে কোন কারণে নতুন বই সংগ্রহ করা হয় না। আমরা চেয়েছি তাদের পুরনো বইটি দিয়ে অন্যের কাছে থাকা বইটি নিতে পারে এমন পরিবেশ। এইভাবে বই বিনিময় হলে পাঠকরা নতুন নতুন চিন্তার সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবে।

দেশের বিভিন্ন স্থানের বইপ্রেমীরা এতে অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, এবারে আমাদের লক্ষ্য ছিল ১০ হাজারেরও অধিক বই বিনিময়ের। কিন্তু, আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই উৎসবের সমাপ্তি ঘোষণা করতে হয়, তবুও প্রায় সাড়ে ৫ হাজারের মতো বই বিনিময় হয়েছে। উৎসবে আমাদের নতুন সংযোজন ছিল লোকগান ও কাওয়ালী সংগীত; সাহিত্যের সাথে সংস্কৃতির মিশেল ঘটানো।'

শাহজাহান সাজু বলেন, তরুণদের এমন উদ্যাগ আমাদের বেশ আশাবাদী করে তোলে। নাজনীন মোসাব্বের বলেন, 'যারা এই আয়োজন করেছে তারা একেকজন যোদ্ধা। তাদের এই আয়োজন কৈশোরের স্মৃতি নাড়া দিয়েছে। এটা চলতে থাকলে আরো অগণিত পাঠক তৈরী হবে।'

উৎসবে আসা সুরাইয়া সানজিদা জানান, 'বইমেলার বাইরে এটা একটা দারুণ আয়োজন। যে বইগুলো আমি পড়ে ফেলেছি, সেগুলোর বিনিময়ে অন্য বই নিতে পারছি। এটা ভালো একটি উদ্যোগ। দেশের সাহিত্য, বই, শিল্প, সংস্কৃতি ইতিহাস, ধর্ম ও রাজনীতি বাঁচাতে সর্বস্তরের মানুষদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন।' 

উৎসবে আগত এক পাঠক বলেন, 'সাহিত্যপিডিয়ার এই উদ্যোগের কথা ফেসবুক থেকে জানতে পারি। আর এখানে এসে অবাক হয়েছি। বই নিয়ে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পুরনো বই পরিবর্তন করার এমন সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।' 

সৃষ্টিশীল, বিচক্ষণ পাঠক তৈরির লক্ষে সর্বশ্রেণীর জন্য ২জুন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় সাহিত্যপিডিয়া। সাহিত্যপিডিয়া এমন একটি সাহিত্যভিত্তিক সাংস্কৃতিক সংগঠন যেটা গড়ে তোলা হয়েছে— সাহিত্যের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রম ও সমাজ, সংস্কৃতি, ধর্মতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, শিল্প, সঙ্গীত, দর্শন, ইতিহাস ইত্যাদি নিয়ে আলোচনা করার উন্মুক্ত ও উদার প্লাটফর্ম হিসেবে। 

বই বিনিময় উৎসব মূলত পঠিত বই দিয়ে অপঠিত বই বিনময় করা হয়। এই উৎসবের মূল লক্ষ্য হলো পাঠক ধরে রাখা এবং পাঠককে নতুন বই সম্পর্কে ধারনা দেওয়া। এখানে প্রায় ২০টি ক্যাটাগরি রাখা হয়েছিল উপন্যাস, ছোটগল্প, কবিতা, রাজনৈতিক, ধর্মীয়, সাইকোলজি, শিশুতোষসহ আরও অন্যান্য জনরা।
 

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago