উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল জাপানের ২০০ কিমি দূরে

উত্তর কোরিয়ার ছোড়া ‘ব্যালিস্টিক’ ক্ষেপণাস্ত্র জাপানের উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে পড়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র
দক্ষিণ কোরিয়ার টেলিভিশনে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার ছোড়া 'ব্যালিস্টিক' ক্ষেপণাস্ত্র জাপানের উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে পড়েছে।

আজ শুক্রবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনো বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার কিলোমিটার ওপর দিয়ে এসে জাপানের হুক্কাইদোর ওশিমা-ওশিমা দ্বীপের পশ্চিম উপকূলের আনুমানিক ২০০ কিলোমিটার দূরে পড়ে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গণমাধ্যমকে বলেছেন, 'এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার এমন আচরণ সহ্য করা হবে না।'

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকুজু হামাদা সংবাদমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে এসে পড়েছে।

মিসাওয়া বিমানঘাঁটির ফেসবুক পেজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিতে থাকা জাপানি ও মার্কিন সেনাদের স্বল্প সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল।

গত ৩ নভেম্বর উত্তর কোরিয়া 'আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছিল।

Comments

The Daily Star  | English

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

33m ago