যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকায় রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম মাহিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। 
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকায় রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম মাহিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙা প্রেস রসমিষ্টি কারখানার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. কামাল হোসেন জানান, ভাঙা প্রেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী একটি কাভারভ্যাান ধাক্কা দেয় শিশুটিকে। এতে সে ছিটকে পড়ে মাথায় ও হাতে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিশুটির বাবা টেইলার্স মালিক মো. মনির হোসেন। তিনি জানান, তারা ভাঙা প্রেস কাজীরগাঁও এলাকায় থাকেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার দিঘুলিয়া গ্রামে। এলাকায় একটি মাদ্রাসায় পড়তো মাহিন। সকালে খেলতে বের হয়েছিল সে। পরে  লোকমারফত দুর্ঘটনার খবর সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে ছেলেকে আহত অবস্থায় পায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,  বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সন্ধ্যায় আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাচ্চু মিয়া আরও জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু ঘোষণার পরপরই শিশুটির স্বজনরা মরদেহ নিয়ে চলে যায়। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, কাভারভ্যান ধাক্কায় আহত শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

 

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

1h ago