গাড়ি থেকে রান্নাঘরের সিলিন্ডারে গ্যাস নিতে গিয়ে আগুনে দগ্ধ ৫
দিনাজপুরের বীরগঞ্জে গাড়িতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় আগুন লেগে নারী-শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
শনিবার দুপুর ২টায় পৌর শহরের সেন্টারপাড়া এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার বাসিন্দা মো. জাহিদুল (৩৫), জাহিদুলের ছেলে মো. জয় (১৩), মো. বেলাল হোসেনের স্ত্রী মোছা. শাহানা (৩৫) ও মেয়ে লামিয়া খাতুন (২) এবং মো. সাইদুর (৫) নামে একটি শিশু।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর মো.মেরাজ আলী ডেইলি স্টারকে বলেন, 'গাড়িতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে বাসার রান্নাঘরে ছোট সিলিন্ডারে গ্যাস নিচ্ছিলেন জাহিদুল। এ সময় সিলিন্ডারে আগুন লেগে তিনিসহ তার পরিবার ও প্রতিবেশি নারী -শিশুসহ ৫জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার স্টেশনের একদল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।'
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মো. আবেদ মুকিত সৌরভ ডেইলি স্টারকে বলেন,'দগ্ধ নারী ও শিশুসহ ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে জয় ও সাইদুরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে পাঠানো হয়েছে।'
Comments