নেত্রকোণায় ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দা সীমাস্ত এলাকায় ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়ায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নুরুল সন্ন্যাসী পাড়ার মফিজুল ইসলামের ছেলে।
রাতে হঠাৎ ভারতের বেদগড়া থেকে বন্যহাতি নেমে আসে। ফসল রক্ষায় কৃষকরা খেতে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। হাতির পাল কৃষকদের পাল্টা তাড়া করে এবং একটি হাতি নুরুলকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিয়ে চলে। গুরুতর আহত অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।
Comments