মাদক চোরাকারবারি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ র্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরায় মাদক চোরাকারবারি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ র্যাব সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাত ৩টার দিকে মাগুরা রাউতড়া-৩৭ এলাকায় র্যাবের টহল গাড়ি ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, র্যাব সদস্য আনিচুর রহমান (৩৮) ও ফারুক হোসেন (৪০) এবং পিকআপ ভ্যানের চালক মফিদুল ইসলাম (৩৬)।
এ ছাড়া গুরুতর আহত আরেক র্যাব সদস্য নাজমুল হোসেনকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, র্যাব সদস্যরা জানতে পারেন ঝিনাইদহ থেকে মাদকবাহী একটি পিকআপ ভ্যান মাগুরার উদ্দেশে ছেড়ে এসেছে। খবর পেয়ে ঝিনাইদহের র্যাব-৬-এর সদস্যরা সড়কে চেকপোস্ট বসান।'
পুলিশ সুপার আরও বলেন, 'র্যাব সদস্যরা পিকআপটিকে থামার সিগন্যাল দিলে সেটা না থামিয়ে চলে যাওয়ায় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে মাদকবাহী পিকআপটিকে ওভারটেক করে থামানোর চেষ্টা করলে দুটি গাড়ি ২ দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলে র্যাব সদস্য ফারুক হোসেন মারা যান এবং র্যাব সদস্য আনিচুর রহমানকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
Comments