দিনাজপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আগুনে পুড়ে ইউসুফ ইমরান নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ারডাঙ্গা গ্রামে গতরাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের জনাব আলীর ছেলে।
জনাব আলীর প্রতিবেশীরা জানিয়েছেন, রাতে হঠাৎ আগুন লেগে গেলে প্রতিবশীরাই এগিয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুড়ে ইমরানের মৃত্যু হয়।
Comments